BSF Bangladesh

BSF Bangladesh

বেকারত্ব দূর করার ৫ টি সহজ উপায়।


 

ভূমিকা 

বেকারত্ব এর সমস্যায় কি ভুগছেন? হটাত করে চাকরী চলে যাওয়াতে কি মাথার ছাদ ভেঙ্গে যাওয়ার মতো অবস্থা? পুরো পরিবারের দায়িত্ব কি আপনার হাতে? এই নিয়ে প্রচুর হতাশায় আছেন? বেকারত্ব দূর করার সহজ উপায় খুঁজছেন?


মন খারাপ একদম করবেন না। সবার আগে মনকে ধীর স্থির শান্ত করুন। নেগেটিভ চিন্তাকে প্রশ্রয় দেবেন না। মনে প্রচুর আত্মবিশ্বাস নিয়ে পোষ্টটি পড়ুন।


সময় যতই খারাপ যাক না কেন, আত্মহত্যার কথা কখনোই ভাববেন না। সমস্যার সমাধান খুঁজে সমস্যাকে দূর করাটাই বুদ্ধিমানের কাজ। সমস্যা থেকে পালিয়ে যাওয়াটা নয়।


বেকারত্ব দূর করার উপায়গুলো জানার আগে অন্যদের দোষ দেওয়া বন্ধ করুন। দেশকে, বা সরকারকে দোষ দিয়ে, ফেসবুকে কিছু পোস্ট শেয়ার করে আপনার আমার মতো সাধারন মানুষের কিছু লাভ হবে না। দেখে নিন বেকারত্ব দূর করার কিছু সহজ উপায় আর বদলে ফেলুন জীবন, দূর করুন হতাশাঃ


১। নিজেকে এনালিসিস করুন

আপনি কি কাজ করতে ভালোবাসেন, তা ভালো করে জানুন। সেই সব কাজ করে কি চাকরী পাওয়া যায়? বা সেইসব কাজ করে কি কোনভাবে টাকা রোজগার করা যায়? এইসব তথ্যগুলো জানুন।


২। দক্ষতা অর্জন করুন

যে কাজটা আপনার ভালো লাগে, সেই কাজে দক্ষতা অর্জন করুন। সেই কাজে আপনি যেন সেরা হন, সেইদিকে বিশেষ নজর দিন। এই ধরনের কাজ করে যারা জীবিকা নির্বাহ করে তাদের জীবন কাহিনী পড়ুন বা শুনুন। তাদের মতো বা তাদের চেয়েও দক্ষ হওয়ার চেস্টা করুন।


৩। যুগের সাথে নিজেকে আপডেট করে রাখুন

বর্তমান যুগ কম্পিউটারের যুগ। সময়ের সাথে সাথে যুগও এগিয়ে চলেছে। আর আপনি যদি আগের যুগের টেকনিক ধরেই বসে থাকেন, তাহলে বর্তমান যুগ আপনাকে গ্রহন করবেই বা কেন?

তাই কম্পিউটার না জানলে, শীঘ্রই কম্পিউটার শিখে ফেলুন। যদি কম্পিউটার শেখাতে আর্থিক অসুবিধে থেকে থাকে, তাহলে আপনার স্মার্ট ফোনটাকে কাজে লাগান।

ফোন থেকেই একটা জি-মেল একাউন্ট খুলুন, মেল করতে শিখুন। আর এইসব কিছু যদি আপনার জানা আছে তাহলে আরো এডভান্সড হওয়ার চেষ্টা করুন।


৪। অনলাইন কাজ খুঁজুন

আপনি আপনার মোবাইল এ গুগল এ সার্চ করে দেখুন আপনার পছন্দের কাজ দিয়ে কি করে অনলাইন কাজ করা যায়।

আপনি কি ট্র্যাভেল কোম্পানি তে কাজ করেন? তাহলে আপনি ট্র্যাভেল ব্লগ খুলুন। এই ফিল্ডে কাজ করে আপনার নিশ্চয় অনেক জায়গা সম্পর্কে খুব ভালো জ্ঞান আছে। সেই জ্ঞান কে কাজে লাগিয়ে ব্লগ লিখুন কিংবা ইউটিউবে ভিডিও আপলোড করুন। খুব সুন্দর সুন্দর সিনারি এর ছবি দিয়ে জায়গা টা সম্পর্কে ডিটেলস এ বলুন।

আপনি যে কাজ টা করতে ভালোবাসেন, সেই কাজের জ্ঞান কে কাজে লাগিয়ে কি করে অনলাইন কাজ করা যায় তাই ভাবুন বা মোবাইল থেকে গুগুলে সার্চ করে দেখুন।


৫। আত্মবিশ্বাস রাখুন

যে কোন রোগেরেই একটা বড় ওষুধ হল বিশ্বাস। আপনি যদি ভাবেন যে আপনি কয়েক দিনের মধ্যেই বেকারত্বের রোগ থেকে মুক্তি পাবেন, তাহলে নিশ্চয় পাবেন। এমন জোরালো বিশ্বাস আপনাকে রাখতে হবে যা আপনার মধ্যে নতুন নতুন ভাবনার সঞ্চার করবে।

এই নতুন নতুন ভাবনাগুলো আপনাকে টাকা রোজগারের নানান পথ দেখিয়ে দেবে। এই ভাবনাগুলো যতদিন না অবধি কোন এক্সেন এ রুপান্তরিত হচ্ছে, ততদিন অবধি আপনাকে ঘুমোতে দেবে না। ভাবনাগুলোর ধার এমনই হওয়া উচিৎ।


উপসংহার 

তাই দেশের রোগ এর জন্য একে অকে দায়ী করে অযথা সময় নষ্ট না করে ওই ৫ টি স্টেপ্স ফলো করে জীবনে এগিয়ে চলুন। জীবনের আগত দিনগুলোর দিকে তাকিয়ে বর্তমানে কাজের মধ্যে মনোনিবেশ করে সামনে এগিয়ে চলুন আর পৃথিবীকে বেকারত্ব সমস্যা থেকে দূরে রাখুন।


সুস্থ থাকুন, ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। চলুন, সবাই মিলে একসাথে এক সুন্দর পৃথিবী গড়ে তুলি। এই পৃথিবীর প্রতিটি কোনা ভরে উঠুক ঈশ্বরের আশীর্বাদে!  





No comments

Powered by Blogger.