BSF Bangladesh

BSF Bangladesh

পারস্পরিক সম্পর্ক তৈরি করার 5 সহজ উপায়।





মানুষের জন্য পারস্পরিক সম্পর্ক রক্ষা করা অনেক গুরুত্বপূর্ণ। ইসলাম পারস্পরিক সম্পর্ককে রক্ষা করতে বিশেষ গুরুত্ব দিয়েছেন। হাদিসে পাকে প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রতিটি মানুষকে ব্যক্তিগতভাবে তার পাস্পরিক দায়িত্ব পালনের তাগিদ দিয়েছেন।


আল্লাহ তাআলা কুরআনে পাকে ঘোষণা দিচ্ছেন-

‘মুমিনরা তো পরস্পর ভাই-ভাই। অতএন তোমরা তোমাদের দুই ভাইয়ের মধ্যে মীমাংসা করবে এবং আল্লাহকে ভয় করবে, যাতে তোমরা অনুগ্রহপ্রাপ্ত হতে পার।’ (সুরা হুজরাত : আয়াত ১০)


পারস্পরিক সম্পর্ক তৈরি করার 5 সহজ উপায়। নিম্নে দেওয়া হলো:-


১। সালাম দেয়া 

সালাম ইসলামের পারস্পরিক সাক্ষাতের প্রথম অভিভাধন। পরিচিত-অপরিচিত সবাইকে সালাম দেয়ার কথা বলা হয়েছে। সালামের মাধ্যমে মানুষের মাঝে বন্ধুত্ব তৈরি হয়; শত্রুতা কমে যায়।


২। অসুস্থ্য ব্যক্তির সেবা করা

প্রতিবেশি কিংবা আত্মীয়-স্বজন, শত্রু কিংবা মিত্র; যে ব্যক্তিই অসুস্থ হবে; তাকে দেখতে যাওয়া তাকে সহযোগিতা করাও প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাত। অসুস্থ্য ব্যক্তি যদি সেবাকারী ব্যক্তির প্রতি আগে থেকে বিরক্ত থাকে তবে সেবার ফলে তার প্রতি সুধারণা তৈরি হয়। পাস্পরিক বন্ধুত্ব তৈরি হয়।


৩। জানাযার নামাজে অংশগ্রহণ করা

জানাযার নামাজে অংশগ্রহণ করা ফরজে কেফায়া। কোনো গোত্রের থেকে একজন উপস্থিত হলে তা কাওমের পক্ষ থেকে আদায় হয়ে যাবে।


৪। পারস্পরিক সহযোগিতা করা 

কাউকে সাহায্য করার জন্য কেউ আহ্বান করলে, তাঁর ডাকে সাড়া দেয়া। কেউ যদি যে কোনো ধরণের সহযোগিতা শারীরিক, আর্থিক, সামাজিক কিংবা ঝগড়া বিবাদ মেটানোর জন্যও আহ্বান করে তাতে সাড়া দেয়া।


৫। শোস্যাল মিডিয়া।

বর্তমান ডিজিটাল যুগে, একে অন্যের খোঁজখবর রাখতে সোশ্যাল মিডিয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেমন:-হাই হ্যালো, লেন দেন, জরুরী খবর, সহ আরো অনেক কিছু জানতে পারে। এখান থেকেও পারস্পরিক সম্পর্ক হয়ে যায়।



No comments

Powered by Blogger.