BSF Bangladesh

BSF Bangladesh

মানব জীবনে নৈতিক শিক্ষার গুরুত্ব ও উদ্দেশ্য।

 



নৈতিক শিক্ষা কি এর সম্পর্কে বিশ্লেষণ করতে গেলে মানব জীবনে নৈতিক শিক্ষার গুরুত্ব এ বিষয়টি নিয়ে প্রথমে আমাদের মাঝে একটি প্রশ্ন পরিলক্ষিত হয়। নিচে মানব জীবনে নৈতিক শিক্ষার গুরুত্ব নিয়ে আলোচনা ও উল্লেখ করা হলো:


১. চারিত্রিক বিকাশ ঘটানো:

নৈতিক শিক্ষার প্রথমে যে গুরুত্ব পরিলক্ষিত হয় তা হচ্ছে চারিত্রিক বিকাশ ঘটানো। নৈতিক শিক্ষা বলতে মূলত চরিত্র কে বোঝানো হয়েছে কেননা, ইহার মাধ্যমে শিশু তার চারিত্রিক বিকাশের উন্নতি করে এবং নৈতিকতা প্রকাশ করে। 

আর নৈতিকতাই হচ্ছে মূলত একটি শিশুর এবং মানুষের প্রধান দিক জীবনে কিছু ভালো অর্জন করার জন্য।

২. মানব জীবনে নৈতিকতার বিকাশ ঘটানো:

নৈতিক শিক্ষায় যে শিক্ষা প্রদান করা হয় তা হচ্ছে নৈতিকতা, আর ইহার দাঁড়ায় মানব জীবনের নৈতিকতার বিকাশ ঘটে। 

আর মানব জীবনে নৈতিক শিক্ষার প্রধান উদ্দেশ্য রয়েছে তা হচ্ছে শিশু এবং মানুষের মধ্যে নৈতিকতার বিকাশ ঘটানো।

কেননা ইহার মাধ্যমে পরিবার ও সমাজে এবং দেশের মধ্যে শান্তি এবং ঐক্য প্রতিষ্ঠা করা যায়। 

৩. সমাজের সত্যের প্রতিষ্ঠা করা:

নৈতিক শিক্ষার প্রথম যে দিকটি রয়েছে তা হচ্ছে শিশু এবং মানুষকে সত্যের বিষয় অবগত করা এবং সত্যের বিষয়ে অব্যাহত করা।

আর সমাজের সত্যের প্রতিষ্ঠা করার জন্য অবশ্যই নৈতিক শিক্ষার ভূমিকা অপরশেম কেননা নৈতিক শিক্ষার প্রথমে সত্যের শিক্ষা প্রদান করা হয়। 

আমাদের জন্য ভালো হবে তাই সমাজ হতে মন্দ কাজের পরিমাণ কমে যাবে। 


৪. শিশুর যুক্তিশক্তি বিকাশ করা: শিশু নৈতিক :-

শিক্ষা অর্জনের মাধ্যমে প্রথমে মানবিক গুণাবলীর বিকাশ ঘটা এবং তারপর তার যুক্তিশক্তি বিকাশ করে।


আর এজন্যই বলা হয়েছে যে শিশুর যুক্তিশক্তি বিকাশ করার ক্ষেত্রে নৈতিক শিক্ষার ভূমিকা অপরিসীম।



কেননা নৈতিক শিক্ষার মধ্যে চুক্তি চুক্তি বিকাশ কিভাবে করা হয় এ বিষয়ে অবগত করা হয় শিশুকে।

No comments

Powered by Blogger.