নৈতিক শিক্ষা কি?
যে শিক্ষার মাধ্যমে শিশুর মধ্যে নৈতিকতার বিকাশ ঘটে এবং জীবন চলার পথে সকল ক্ষেত্রে নৈতিকতার প্রকাশ দেয় তাই নৈতিক শিক্ষা। সহজ ভাষায়, ধর্ম, সদাচরণ, নৈতিক কর্তব্য ও মানবিক গুণাবলী সম্পন্ন শিক্ষাকে নৈতিক শিক্ষা বলে।
নৈতিক শিক্ষা বলতে শুধুমাত্র যে নৈতিক বিকাশ লাভ করবে তাই নয় বরঞ্চ নৈতিক শিক্ষা বলতে বোঝানো হয়, সর্বজনীনভাবে মানবিক গুণাবলী মানুষের মধ্যে বিকাশ ঘটানো।
মানুষ চরিত্রে চিহ্নিত হয় এবং মানুষ হলে তার মধ্যে নৈতিকতার দিকটি থাকতে হবে, মানবিক গুণাবলী গ্রহণ করা নামে হলো নৈতিকতা।
মানবিক গুণাবলী বলতে মূলত নৈতিক গুণাবলী কে বুঝানো হয়, আর মানবিক গুণাবলীর মাধ্যমে মানুষের মনুষ্যত্ব জাগ্রত হয়।
আবার, নৈতিক শিক্ষা বলতে বোঝানো হয়: ওই শিক্ষাকে যে শিক্ষায় শিশু শিক্ষিত হওয়ার মাধ্যমে তার নৈতিক গুণাবল এর প্রকাশ ঘটায়।
নৈতিকতা কোন সহজে বিষয় নয় বরং এটি তো অর্জন করার বিষয়। সঠিকভাবে বলতে গেলে নিজ পরিবার ও সমাজ থেকে অর্জিত যে নৈতিক আচরণ ও আচার রয়েছে তার নামই হলো নৈতিক শিক্ষা। একটি শিশু তার শিশুকাল থেকেই যে শিক্ষা লাভ করে তাই তার জন্য চূড়ান্ত শিক্ষা হয়ে দাঁড়ায় প্রতিটি ক্ষেত্রে তার জীবনের।
আর এক্ষেত্রে প্রথমে শিশু যা অনুকরণ এবং অনুশীলন করে তাই তা তার পার্থিক জীবনে বাস্তবায়ন করে। সুতরাং নৈতিক শিক্ষা লাভের প্রাথমিক যে মাধ্যম রয়েছে তা হচ্ছে নিজ পরিবার। কেননা একটি শিশু তার শিশু কাল অতিবাহিত করেন সঙ্গে এবং তার জীবনের যত সকল বাস্তবায়ন করার দরকার তার শিখে সেই পরিবারের কাছ থেকেই।
তাই অবশ্যই শিশু তার নিজের চিন্তা ভাবনা এবং আদর্শ অনুসারে যদি জীবন যাপন করতে চায় তাহলে তার নিজ পরিবারকে এ বিষয়ে প্রথমে সচেতন থাকতে হবে। পরিবার, সমাজ, স্কুল-পাঠশালা, বন্ধু-বান্ধব এবং পরিবেশ মূলত এ সকল সামাজিক মাধ্যম থেকে শিশু তার প্রতিটি কাজের জন্য অনুপ্রেরণা লাভ করে।
আর এই সকল স্থান থেকেই বাধ হাত থেকে মূলত একজন শিশু তার প্রার্থী জীবনকে নৈতিকতার অশেষ ফলাফল প্রকাশ করে।
No comments